“ছায়ানীড় যুব কল্যান পরিষদ” শুলকুর বাজার,পাঁচগাছী,কুড়িগ্রাম এর পৃষ্ঠা-০৩
নির্বাচনী প্রতীক ও জামানত সম্পর্কিত তথ্যাবলীঃ
১। (ক)পদের নামঃ সভাপতি।
(ক) জামানতের পরিমানঃ ৫০০ (পাঁচশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
চেয়ার | আনারস | দেয়াল ঘড়ি | ছাতা |
২।(ক) পদের নামঃ সহ সভাপতি।
(খ) জামানতের পরিমানঃ ৪০০ (চারশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
বাঘ | চাকা | মোমবাতি | হরিণ |
৩। (ক) পদের নামঃ সাধারন সম্পাদক।
(খ) জামানতের পরিমানঃ ৩০০ (তিনশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
মোরগ | ফুটবল | টিউবওয়েল | প্রজাপতি |
৪। (ক) পদের নামঃ সহ সাধারন সম্পাদক।
(খ) জামানতের পরিমানঃ ৩০০ (তিনশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
জগ | তালা | বালতি | মই |
৫। (ক) পদের নামঃ কোষাধ্যক্ষ।
(খ) জামানতের পরিমানঃ ৩০০ (তিনশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
আপেল | মোবাইল | রেডিও | তারা |
৬। (ক) পদের নামঃ সাংগঠনিক সম্পাদক।
(খ) জামানতের পরিমানঃ ৩০০ (তিনশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
ফ্যান | কাপপ্রিচ | দোয়াত কলম | আম |
৭। (ক) পদের নামঃ প্রচার সম্পাদক।
(খ) জামানতের পরিমানঃ ২০০ (দুইশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
বই | হারিকেন | বাল্ব | টেবিল |
৮। (ক) পদের নামঃ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
(খ) জামানতের পরিমানঃ ২০০ (দুইশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
সাইকেল | সেলাই মেশিন | হাতুড়ী | কাস্তে |
৯। (ক) পদের নামঃ কার্যকরী সদস্য।
(খ) জামানতের পরিমানঃ ২০০ (দুইশত) টাকা মাত্র।
(গ) প্রতীক সমূহঃ
রিক্সা | গোলাপ ফুল | কাঁঠাল | ইলিশ |
বিঃদ্রঃ একই প্রতীক একের অধিক প্রার্থীর মনোনীত হলে লটারীর মাধ্যমে প্রতীক নির্বাচিত করা হবে।
পৃষ্ঠা-০৩
ছায়ানীড় যুব কল্যাণ পরিষদের নমিনেশন সংক্রান্ত তথ্যাবলীঃ-
১। ক্রটিপূর্ণ নমিনেশন পত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হবণ্য
২। নমিনেশন পত্রের ফটোকপি প্রহণ যোগ্য নহে।
৩। নমিনেশন পত্রে পদ প্রার্থীর অবশ্যই পাস পোর্ট সাইজের (০২) দুই কপি ছবি সংযুক্ত করতে হবে।
৪। প্রার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৫। প্রার্থীর সদস্য নং উল্লেখ করতে হবে।
৬। নির্বাচন কমিটির প্রধানের সাক্ষর বিহীন নমিনেশন পত্র গ্রহণ যোগ্য নহে।
৭। শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি নমিনেশন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৮। প্রার্থীর বৈধতার জন্য একজন প্রস্তাবকারী ও একজন সমর্থনকারী থাকতে হবে। এবং তাদের পূর্ণ ঠিকানা সহ সদস্য নং উল্লেখ করতে হবে।
৯। নমিনেশন পত্র জমাদানের সময় প্রাপ্তী রশিদ এর ফটোকপি সংযুক্ত করতে হবে।
১০। (০১) এক নং থেকে (০৬) ছয় নং পর্যন্ত পদ সমূহের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নুন্যতম এস, এস, সি পাশ হতে হবে।
১১।(এক সেট) নমিনেশন পত্রের মূল্য ৫০ (পঞ্চাশ) টাকা মাত্র।
১২। নির্বাচন প্রনালীঃ
(ক) প্রতি ২(দুই) বৎসর পর পর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুই বছরের জন্য সাধারন সদস্যদের ভোটে/ কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হবে।
(খ) কার্যনির্বাহী পরিষদের সভা অনুমোদিত ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হবে। এই কমিটি নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব পালন করবেন।
(গ) নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।
(ঘ) ভোটার ব্যতীত অন্য কেহ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না।
(ঙ) নির্বাচন কমিটির কোন সদস্য নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না।
(চ) অত্র ছায়ানীড় যুব কল্যান পরিষদ, শুলকুর বাজার, পাঁচগাছী- এর সাধারণ সদস্যগণ শুধু ভোটার রুপে গণ্য হবে।
(ছ) যে সমস্ত সদস্যদের নির্বাচনের আগের মাস পর্যন্ত মাসিক চাঁদা অন্যান্য পাওনা পরিশোধ না থাকবে তারা নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না।
(জ) একজন সদস্য/ ভোটার মাত্র প্রতিটি পদের জন্য একটি করে ভোট দিতে ও মাত্র একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
(ঝ) নির্বাচনের অন্ততঃ এক মাস পূর্বে ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
(ঞ) গোপনে ব্যালট পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
(ট) নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদপ্রার্থীর নিকট হতে নির্বাচনী ব্যয় বা জামানত বাবদ অর্থ আদায় করতে পারবেন।
(ঠ) নির্বাচনী ব্যয় ও বাজেয়াপ্তকৃত টাকা তহবিলে জমা দিতে হবে।
(ড) নির্বাচনের ফলাফল ঘোষণার ১৫ (পনের) দিনের মধ্যে নির্বাচিত পরিষদের নিকট ক্ষমতা অর্পন করতে হবে।
(ঢ) এ ছাড়া এ নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নিয়মনীতি নির্বাচন কমিটি কর্তৃক প্রণয়ন করতে হবে।
(ণ) নির্বাচনে পরাজিত পদপ্রার্থীর টাকা বাজেয়াপ্ত হিসাবে গণ্য হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস